101|1| মহাসংকট!
101|2| কী সে মহাসংকট?
101|3| হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?
101|4| সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,
101|5| আর পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো।
101|6| সুতরাং তার ক্ষেত্রে যার পাল্লা ভারী হবে, —
101|7| সে তো তখন হবে সন্তোষজনক জীবনযাপনে।
101|8| কিন্ত তার ক্ষেত্রে যার পাল্লা হবে হাল্কা —
101|9| তার মাতা হবে হাবিয়াহ্।
101|10| হায়, কি করে তোমাকে বোঝানো যাবে কী সেই!
101|11| জ্বলন্ত আগুন।
Select options This product has multiple variants. The options may be chosen on the product page