97|1| নিঃসন্দেহ আমরা এটি অবতারণ করেছি মহিমান্বিত রজনীতে।
97|2| আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?
97|3| মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।
97|4| ফিরিশ্তাগণ ও রূহ্ তাতে অবতীর্ণ হয় তাদের প্রভুর অনুমতিক্রমে প্রতিটি ব্যাপার সন্বন্ধে —
97|5| শান্তি — ফজরের উদয় পর্যন্ত তা চলতে থাকবে।
Select options This product has multiple variants. The options may be chosen on the product page