104|1| ধিক্ প্রত্যেক নিন্দাকারী কুৎসারটনাকারীর প্রতি,
104|2| যে ধনসম্পদ জমা করছে এবং তা গুনছে,
104|3| সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে।
104|4| কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়।
104|5| আর কিসে তোমাকে বোঝানো যাবে সেই হুতামাহ্ কি?
104|6| তা আল্লাহ্র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে —
104|7| যা উদিত হয়েছে হৃদয়ের উপরে।
104|8| নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া —
104|9| সারিসারি খুটিরঁ ভেতরে।
Select options This product has multiple variants. The options may be chosen on the product page