80-1 : তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন। |
80-2 : কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল। |
80-3 : আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত, |
80-4 : অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত। |
80-5 : পরন্তু যে বেপরোয়া, |
80-6 : আপনি তার চিন্তায় মশগুল। |
80-7 : সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই। |
80-8 : যে আপনার কাছে দৌড়ে আসলো |
80-9 : এমতাবস্থায় যে, সে ভয় করে, |
80-10 : আপনি তাকে অবজ্ঞা করলেন। |
80-11 : কখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী। |
80-12 : অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে। |
80-13 : এটা লিখিত আছে সম্মানিত, |
80-14 : উচ্চ পবিত্র পত্রসমূহে, |
80-15 : লিপিকারের হস্তে, |
80-16 : যারা মহৎ, পূত চরিত্র। |
80-17 : মানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ! |
80-18 : তিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন? |
80-19 : শুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন। |
80-20 : অতঃপর তার পথ সহজ করেছেন, |
80-21 : অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে। |
80-22 : এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন। |
80-23 : সে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি। |
80-24 : মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক, |
80-25 : আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, |
80-26 : এরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি, |
80-27 : অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, |
80-28 : আঙ্গুর, শাক - সব্জি, |
80-29 : যয়তুন, খর্জূর, |
80-30 : ঘন উদ্যান, |
80-31 : ফল এবং ঘাস |
80-32 : তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে। |
80-33 : অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে, |
80-34 : সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে, |
80-35 : তার মাতা, তার পিতা, |
80-36 : তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে। |
80-37 : সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। |
80-38 : অনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল, |
80-39 : সহাস্য ও প্রফুল্ল। |
80-40 : এবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত। |
80-41 : তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে। |
80-42 : তারাই কাফের পাপিষ্ঠের দল। |